269184

প্রেম করলেই ইতালি ভ্রমণ করা যাবে

পারিবারিক সম্পর্ক ছাড়া করোনাকালে অন্য দেশ থেকে ইতালিতে প্রবেশের ওপর কঠোরতা আরোপ করা হয়েছিল। অবশেষে সেই বাঁধা দূর হয়েছে।
দ্য লোকাল ইতালির প্রতিবেদন অনুসারে, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের কোভিড-১৯ এর জন্য নিরাপত্তা অধ্যাদেশে প্রেমিক-প্রেমিকাও স্বামী-স্ত্রীর সম্পর্ক আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে দেশটিতে ভ্রমণের দ্বার উন্মুক্ত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ হতে যে কোনো ব্যক্তি ইতালিতে প্রবেশ করতে পারবে যখন তার বিশ্বাস যোগ্য কোন স্থিতিশীল সম্পর্ক থাকবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোন ইতালীয় নাগরিকের স্ত্রী বা সন্তানের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইতালি ভ্রমণ সম্ভব ছিল। তবে অবিবাহিত অংশীদারদের বাদ দেয়া হয়েছিল। সেপ্টেম্বর থেকে অংশীদাররা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি থেকে তাদের প্রিয়জনের সঙ্গে মিলিত হতে ইতালি ভ্রমণ করতে পারে।

পাঠকের মতামত

Comments are closed.