268969

৮৭ বছর বয়সী আয়রনম্যান!

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী তিনি। ৮৭ বছর বয়সে সাইক্লেনিং, দৌড় এরপর সাঁতার এই তিন বিভাগে সেরা হয়ে জিতেন আয়রনম্যান খেতাব।

স্বপ্ন জয়ে সংকল্পবদ্ধ জাপানের হিরুমু ইমাদার। এই বয়সে যখন জীবনের সব ক্লান্তি মানুষকে ভর করে ফেলে, সেখানে জাপানের হিরুমু ইমাদার গল্পটা একটু ভিন্ন। বয়সের ভারে নুয়ে পড়লেও, মানসিক জোরে এখনো তরুণ তিনি। তাইতো ২০১৮ সালে জিতেন ‘আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’। তাও আবার বিশ্বের সবচেয়ে বয়সী প্রতিযোগী হিসেবে।

২০১৮ সালে হাওয়াইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে অংশ গ্রহণ করেন ইমাদা। কিন্তু, চ্যাম্পিয়ন হওয়াটা এতোটা সহজ না। প্রতিযোগিতার মঞ্চে দৌড় , সাঁতার আর সাইক্লেনিং এই তিন তিনটি প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে আয়রনম্যান খেতাব পান তিনি।

জাপান আয়রনম্যান খেতাব জয়ী হিরুমু ইমাদা বলেন, ভেবেছিলাম আমি আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো না। কিন্তু পরে আমার মনে হলো এভাবে হাল ছেড়ে দিলে আমার সমর্থকরা মনঃক্ষুন্ন হবেন।

আয়রনম্যান হিরুমু ইমাদার

আয়রনম্যান হিরুমু ইমাদার

এখন নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন পরবর্তী আয়রনম্যান মিশনে। সেজন্য নিয়ম করে অনুশীলন করে যাচ্ছেন। জিমে প্রতিদিন নিজেকে ফিট করে তুলছে। যোগাচ্ছে

পাঠকের মতামত

Comments are closed.