268805

অপারেশন ‘রুম’ না বলে ‘থিয়েটার’ কেন বলা হয়?

অপারেশন থিয়েটার নামটি শুনলে সবার চোখেই ভেসে ওঠে যন্ত্রপাতিতে ঠাসা একটি ঘর। যেখানে কাটা-ছেড়া চলে সবার আড়ালে। কখনো কি ভেবে দেখেছেন? অপারেশন এর রুমকে কেন অপারেশন থিয়েটার বলা হয়?

অপারেশন থিয়েটার বা অপারেটিং রুম বা অপারেটিং স্যুট বা অপারেশন স্যুট-হাসপাতালের ভেতর এমন একটি জায়গা যেখানে রোগ-জীবাণু মুক্ত পরিবেশে বিভিন্ন জটিল অস্ত্রোপচার করা হয়ে থাকে।

সাধারণ অর্থে থিয়েটার শব্দটির অর্থ নাট্যশালা বা অভিনয় মঞ্চ বা উন্মুক্ত গ্যালারি। যেখানে উপস্থিত দর্শকদের সামনে বাস্তব কিংবা কাল্পনিক পটভূমিতে নির্মিত কোনো শিল্পকলা যা শিল্পীরা সরাসরি দর্শকদেরকে সুনিপুণ অভিনয় করে দেখান।

ঠিক তেমনি হলো অপারেশন থিয়েটার। অবাক করা বিষয় হলেও সত্যি যে, অতীতে অপারেশন রুমগুলো রীতিমতো থিয়েটারের মতো করেই বানানো হতো! বড় একটা গ্যালারি থাকত রুমের চারপাশ ঘিরে যেখানে দর্শকরাও (মেডিকেল স্টুডেন্ট ও নার্স) থাকতো!

অতীতের অপারেশন থিয়েটার

অতীতের অপারেশন থিয়েটার

অভিজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচার চালাতেন রোগীর ওপর। আর গ্যালারি থেকে পাশের গ্যালারি জুড়ে বসে থাকতেন দর্শকরা। এবার প্রশ্ন উঠতেই পারে, দর্শকরা কেনই বা অস্ত্রোপচার করা দেখত? কিংবা সেসব দর্শকই বা কারা? আসলে দর্শকের সারিতে অপারেশন থিয়েটারে বসে থাকতে শিক্ষানবিশ চিকিৎসকরা।

অভিজ্ঞরা মেডিকেল ছাত্র-ছাত্রীদেরকে শেখানোর উদ্দেশ্যে অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চালাতেন। এজন্যই তখন অপারেশনের রুমকে থিয়েটার নামকরণ করা হয়। এতে করে দেখে দেখে শিক্ষানবিশ চিকিৎসকরা শিখতেন।  ১৯৬০ এর দশকে এমন অপারেশন থিয়েটারের সংখ্যা বাড়তে থাকে। কেননা প্রাচীনতম মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারগুলো একেকটা গ্যালারি বা এম্ফিথিয়েটারের ন্যায় তৈরি হতো।

শিক্ষানবিশদের সামনে অস্ত্রোপচার চালাচ্ছেন ডাক্তাররা

শিক্ষানবিশদের সামনে অস্ত্রোপচার চালাচ্ছেন ডাক্তাররা

অপারেশন থিয়েটারের বিকাশ

খ্রিস্টপূর্ব ৮০০০ সালের আগে অস্ত্রোপচারের বিষয়ে কারো কোনো ধারণাই ছিল না। মিশরীয়রা প্রথম মাথার খুলিতে ড্রিল করে ‘ট্রেফিনেশন’ পদ্ধতি আবিষ্কার করে অস্ত্রোপচার চালায়। তখন অবশ্য অপারেশন রুমে এ কাজ করা হত না।  সাধারণ শল্য চিকিৎসকরা সামান্য সরঞ্জাম ব্যবহার করেই খুলিতে একটি গর্ত করে অস্ত্রোপচার করতেন তাও আবার খোলা জায়গায়। রোগীর হাত-পা চেয়ারে বাঁধা হতো। যাতে রোগী ব্যথায় নড়াচড়া না করতে পারে।

এরপর খ্রিস্টপূর্ব ১৭০০ সালে ব্যবিলিয়ন সভ্যতার সময় হামমুরবির আইন জারি হয়। সেই আইন অনুযায়ী, উচ্চ-শ্রেণীর ব্যক্তির জীবন বাঁচাতে অক্ষম সার্জনকে ছুরির আঘাতে একটি হাত কেটে নেয়ার নির্দেশ ছিল। এই ভয়ে তখনকার চিকিৎসকরা রোগীর জীবন বাঁচাতে চিকিত্সা ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনেন। ১৯০ খ্রিস্টপূর্বাব্দে চীনা সার্জন হুয়া টুও প্রথমবারের মতো অস্ত্রোপচারের জন্য অ্যানেস্থেসিয়া প্রবর্তন করেন। এরপর থেকেই কাটা-ছেঁড়ার সময় রোগীরা আর ব্যথা অনুভব করতেন না।

গ্যালারিতে বসে আছে শিক্ষানবিশরা

গ্যালারিতে বসে আছে শিক্ষানবিশরা

সার্জিকাল ট্রেনিং প্রোগ্রামের ধারণাটি প্রথম দেখা গিয়েছিল গ্রিক সার্জনদের মধ্যে। বর্তমান অপারেশন রুমের ভিত্তি রোমান সময়ে (এডি৫) খ্রিস্টাব্দের দিকে প্রচলন ঘটে। রোমানরা ‘তাবু’ টানিয়ে তার মধ্যে বিভিন্ন রোগীর অস্ত্রোপচার শুরু করেন। বিশেষ করে মধ্যযুগে মহামারি প্লেগের সময় যাতে রোগটি অন্যান্যদের কাছে ছড়িয়ে না পড়ে এজন্য তাবুর টানিয়ে তার মধ্যে চিকিৎসা করা হত রোগীদের। তাবুর মধ্যে অস্ত্রোপচারের জিনিস রাখার জন্য চিকিৎসকরা কাঠের টেবিল ব্যবহার করত।

যদিও সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালের তাবুটির ধারণাটি ‘নিখোঁজ’ হয়ে গেছে। নেপোলিয়ানের সেনাবাহিনী সার্জন ডোমিনিক জ্যান ল্যারি নেপোলিয়োনিক যুদ্ধের সময় রোমান ধরণের হাসপাতালের তাবু ব্যবস্থা পুনরায় চালু করেছিলেন। আমেরিকান গৃহযুদ্ধের সময় মার্কিন সার্জনরা ল্যারি অ্যাম্বুলেন্স এবং যুদ্ধক্ষেত্রের তাবু ব্যবস্থা করেন। সেইসঙ্গে রোমান ধাঁচের হাসপাতালের নকশা নিয়ে কাজ করা শুরু হয়।

তাবু দিয়ে তৈরি অপারেশন থিয়েটার

তাবু দিয়ে তৈরি অপারেশন থিয়েটার

এরপরই অপারেশন থিয়েটারের ধারণা আসে। ইতালির বিভিন্ন হাসপাতালে অপারেশন থিয়েটার তৈরি হয়। এরপর ১৮ থেকে ১৯ শতকের মধ্যে ইউরোপ এবং আমেরিকাতেও অপারেশন থিয়েটারে রোগীর অস্ত্রোপচারের প্রচলন ঘটে। ১৯ শতকের পর থেকে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বিশ্বের অপারেশন থিয়েটারগুলোতেও পরিবর্তন এসেছে।

বর্তমানে বিশ্বের হাসপাতালে একাধিক অপারেশন থিয়েটার রয়েছে। বর্তমানে আধুৃনিক সব সরঞ্জাম ও উন্নতি প্রযুক্তিতে ঠাসা অপারেশন থিয়েটারগুলো। সেইসঙ্গে রোগীর নিরাপত্তায় শুধু চিকিৎসক ছাড়া আর কারো ওটিতে প্রবেশের উপায় নেই। বর্তমানের মেডিকেলের ছাত্র-ছাত্রীরাও এখন উন্নতভাবে মেডিসিন বিষয়ে পড়ালেখা করছে। তাদের আর ঘণ্টার পর ঘণ্টা গ্যালারিতে বসে কাটা-ছেঁড়া দেখে শিখেতে হয় না।

এখন আর সেই আগের নিয়মে অপারেশন রুমে নেই গ্যালারি। তাই অপারেশন থিয়েটার বা ওটি বর্তমান বাস্তবতায় নামের ভুল প্রয়োগ বলা চলে। কেবল মাত্র দুটি পুরনো ফ্যাশনে নির্মিত অপারেশন থিয়েটার এর অস্তিত্ব আছে বর্তমানে যেগুলো যাদুঘরে রুপান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.