268697

শেকল দিয়ে বেঁধে এটিএম মেশিন নিয়ে উধাও!

এটিএম বুথ থেকে টাকা চুরি যাওয়ার ঘটনা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তবে এইবার চোর পুরো এটিএম-ই তুলে নিয়ে গেছে। সম্প্রতি নিউইয়র্কের ইস্ট ভিলেজ এলাকার ইয়াংকি ডেলি অ্যান্দ গ্রোসারিশপের ভেতরের একটি এটিএম দুই ব্যক্তি তুলে নিয়ে গেছেন।
নিউইয়র্ক পোস্ট’র একটি প্রতিবেদন অনুসারে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরিহিত এক লোক এটিএমের সঙ্গে একটি শিকল বাঁধছে। ঠিক একই সময় বাইরে পেছনের দরজা খোলা রাখা একটি পিকআপ ভ্যানে বসে ছিল তার সঙ্গী। পরে ওই গাড়ি দিয়ে টেনে শিকলে বাঁধা এটিএমটি রীতিমতো তুলে নেয়া হয়। ওই এটিএমে সে সময় কী পরিমাণ অর্থ ছিল, তা নিশ্চিত নয়।

ইয়াংকি ডেলি অ্যান্ড গ্রোসারির মালিক হোসে দারিও কোলাডো বলেন, সর্বনাশ হয়ে গেল। আমরা নিঃসস্ব হয়ে গেলাম। এভাবে লুট করার ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।

ইউনাইটেড বোডেগাস অব আমেরিকার (ইউবিএ) ফার্নান্দো মাতেওর ভাষ্যমতে, ইদানীং এ ধরনের লুটের ঘটনা বাড়ছে। যদিও নিউইয়র্ক পুলিশ এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

পাঠকের মতামত

Comments are closed.