268688

গাজীপুরে এক কুকুরের কামড়ে ২৮ জন হাসপাতালে

গাজীপুরের কালীগঞ্জে এক বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী-পুরুষসহ ২৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোববার বিকেলে তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মহাখালী হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী উপজেলা রূপগঞ্জের দাউদপুর ইউপি থেকে একটি বেওয়ারিশ পাগলা কুকুর হাওয়াতুল (৬০), আনোয়ার (৩২) ও আছিয়া বেগমকে কামড়ে গুরুতর আহত করে। এরপর ওই কুকুরটি কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউপি, কালীগঞ্জ পৌর ও বক্তারপুর ইউপির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শিশু, নারী-পুরুসহ ২৮ জনকে কামড়ে আহত করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ বলেন, একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে ২৮ জন আহত হয়ে হাসপাতালে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শারীরিক অবনতির কারণে দুইজনকে মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনতে হয়েছে তাদের।

পাঠকের মতামত

Comments are closed.