268701

এক আনারসের চমক, বিক্রি হলো তিন হাজার টাকায়

এক আনারসের দাম তিন হাজার টাকা, তাও গ্রাম্য বাজারে। ঘটনা শোনে অনেকের চোখ কপালে উঠারই কথা। ঘটনা সত্য, তবে ভিন্ন এক প্রেক্ষাপটে। রোববার রাতে চমক লাগানো এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে। উপজেলার রাজগাতী ইউপির উলুহাটি শিমুল তলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম জানান, উলুহাটি গ্রামের আ. সালাম নামে এক ব্যাক্তি শিমুলতলা বাজারে মসজিদ নির্মাণের জন্য ৮ শতক জমি দান করেছেন। মসজিদের নাম দেয়া হয়েছে ‘বায়তুস সালাম জামে মসজিদ’ তিনতলা এই মসজিদটি নির্মাণে গত এক মাস ধরে কাজ শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে স্বেচ্ছাসেবীরা মসজিদের পাশে নির্দিষ্ট স্থানে মাইকিং করে দানের টাকা সংগ্রহ করে।

তিনি আরো জানান, রোববার সন্ধ্যার দিকে উলুহাটি গ্রামের জুয়েল নামে এক ব্যক্তি ৩০ টাকা দিয়ে একটি আনারস কিনে মসজিদে দান করেন। দানকৃত আনারসটি কেনার জন্য একাধিক ক্রেতা আগ্রহ প্রকাশ করায়। শেষ পর্যন্ত আনারসটি ডাকে তোলা হয়। আনারসটি কেনার জন্য একাধিক ব্যক্তি ডাকে অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত উলুহাটি গ্রামের শাহীন নামে এক ব্যক্তি সর্বোচ্চ তিন হাজার টাকা দিয়ে আনারসটি কিনে নেন।

এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি আ. সালাম জানান, আনারসটির দাম খুব সামান্য হলেও ডাকের মাধ্যমে তিন হাজার টাকা হয়েছে। এতে মসজিদের লাভ হয়েছে। যা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

পাঠকের মতামত

Comments are closed.