268618

হালদায় মৃত ডলফিন, মাথায় আঘাতের চিহ্ন

হালদা নদীতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউপির কচু খাইন এলাকার বিপরিত দিকে চট্টগ্রাম নগরীর মোহরা অংশে একটি মৃত ডলফিন পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় নদীতে স্থানীয় লোকজন নৌকায় করে বেড়ানোর সময় মৃত ডলফিনটি দেখেতে পায়।
নৌকায় থাকা কয়েকজন তরুন জানান, চট্টগ্রম নগরীর মোহরা ওয়াসার পাশে হালদা নদীতে মৃত ডলফিনটি দেখে তারা মোবাইলে ছবিটি ধারণ করেন। মৃত ডলফিনটি কেউ উদ্ধার করেনি।

প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল মামুন বলেন, দেখে মনে হয়েছে ডলফিনটি কয়েকদিন আগে মারা গেছে। ডলফিনটির মাথার অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জরুল কিবরিয়া বলেন, হালদায় প্রতিনিয়ত অতিবিপন্ন ডলফিন মারা যাচ্ছে।বেশিরভাগ ডলফিন আঘাতজনিত কারণে মারা যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার যে মৃত ডলফিনটি পাওয়া গেছে সেটির শরীরেও আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।

তিনি আরো বলেন, এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, হালদা নদীতে রাতে ১০ থেকে ১২টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। ড্রেজারের পখার আঘাতে ডলফিনটি মারা যেতে পারে।

পাঠকের মতামত

Comments are closed.