268540

যে তিন ধরনের মাস্ক করোনা রুখতে সবচেয়ে কার্যকর

বিশ্বের বহু দেশেই সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্যবহার। বিশেষ করে চীনে, যেখান থেকে শুরু হয়েছে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা, সেখানেও মানুষ বায়ুর দূষণের হাত থেকে বাঁচতে হরহামেশা নাক আর মুখ ঢাকা মুখোশ পরে ঘুরে বেড়ায়।

করোনা-আতঙ্ক ক্রমেই বেড়ে চলেছে সারা বিশ্বে। বায়ুবাহিত এই ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা রুখতে সবচেয়ে ভাল মাস্ক হল এন৯৫ মাস্ক৷ কিন্তু এই মাস্কের দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে পারছেন না৷ তা ছাড়া সব সময় পাওয়াও যাচ্ছে না৷ তা হলে উপায়?

এন ৯৫ মাস্ক ছাড়াও দুই ধরনের মাস্ক করোনার থাবা থেকে আপনাকে বাঁচাতে পারে৷ অর্থাত্‍ করোনা রুখতে তিন ধরনের মাস্কের উপর ভরসা করা যায়৷ মাস্ক অন্তত আপনাকে উপসর্গহীন করোনা আক্রান্তের থেকে সংক্রমণ রুখে দিতে পারে৷

এন ৯৫

সাধারণত প্রফেশনালরা এই ধরনের মাস্ক ব্যবহার করে থাকেন৷ করোনা-সহ যে কোনও জীবাণু সর্বোচ্চ পর্যায়ে রুখে দেয় এই মাস্ক৷ এছাড়া শ্বাস-প্রশ্বাসেও কষ্ট হয় না৷

সার্জিক্যাল মাস্ক

করোনা রুখতে এই মাস্কও খুব কার্যকর৷ ড্রপলেট রুখে দেয় এই মাস্ক৷ হাঁচি হলেও ড্রপলেট বাইরে যায় না৷ কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে, এই মাস্ক কারও সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন না৷ এবং কাচা যাবে না৷ সম্ভব হলে একবার ব্যবহার করেই ফেলে দিন৷

কাপড়ের মাস্ক

পাঠকের মতামত

Comments are closed.