268066

বন্যাও ঠেকাতে পারেনি বিয়ে, ভেলায় চড়ে কনের বাড়িতে বর

অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বানের জলে ভেসে গেছে সিলেটসহ দেশের বেশ কয়েকটি অঞ্চল। কোমর পানিতে তলিয়ে গেছে সড়ক ও জনপথ। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিও।
যেখানে দেখা গেছে, বানের জলে গ্রাম ভেসে গেলেও বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান থেমে নেই। কোমর সমান পানি থেকে নিজেকে রক্ষা করতে শেরওয়ানি-পাগড়ি পরে ভেলায় চড়েই কনের বাড়িতে হাজির হন বর।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, ছাতা মাথায় ভেলায় দাঁড়িয়ে আছেন বর। আর তলিয়ে যাওয়া সড়কের ওপর দিয়েই ভেলা টেনে নিয়ে যাচ্ছেন কেউ। বন্যায় ভেসে গেলেও বিয়ে বাড়ির আবহ ঠিকই দেখা গেছে সেখানে।

ভিডিওতে জনপ্রিয় হিন্দি গান ‘মেহেদি লাগাকে রাখনা, ডোলি সাজাকে রাখনা’ বাজছে। ভেলায় চড়ে বরের সেই আসার দৃশ্য দেখতে উৎসুক লোকজন ভিড় জমাচ্ছেন।

এ ঘটনা কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি। এদিকে ভিডিওটি শেয়ার করে হাস্যরসাত্মক নানা মন্তব্যে মেতেছেন নেটিজেনরা। ভিডিওটি শেয়ার হচ্ছে অগণিত। একজন লিখেছেন, যতই বৈরী পরিবেশ আসুক, বিয়ে করে ছাড়বই।

এমন বিয়ে কয়জনের কপালে জোটে🤭 ডিজিটাল যুগে ডিজিটাল বিয়ে😅

এমন বিয়ে কয়জনের কপালে জোটে🤭ডিজিটাল যুগে ডিজিটাল বিয়ে😅

Posted by Khokan Hossain Joy on Wednesday, 22 July 2020

পাঠকের মতামত

Comments are closed.