268005

ই-সিম কী এবং কেন?

ই-সিম বা এমবেডেড সিম হলো একটি ইন্টিগ্রেটেড চিপ যা যে কোনও মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে সক্রিয় ভাবে কাজ করতে সক্ষম। সাধারণ সিম কার্ড যে পদ্ধতিতে যে কোনও মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে, ই-সিম একই ভাবে এই কাজ করতে সক্ষম।

ই-সিমের আকার-আকৃতি সাধারণ সিম কার্ডের তুলনায় অনেকটাই ছোট। ই-সিমের জন্য আলাদা কোনও সিম স্লটের প্রয়োজন হয় না। নেটওয়ার্ক অপারেটর পরিবর্তন করার সময়েও কোনও সমস্যা হয় না।

প্রতিবেশি দেশ ভারতে ই-সিম পরিষেবা চালু হয়েছে। বাংলাদেশে এখনও ই-সিম চালু হয়নি। পৃথিবীর অনেক দেশেই ই-সিম পরিষেবা রয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.