267944

‘করোনায় সারাবিশ্বে চাকরি হারাবে ২৫ কোটি মানুষ’

‘করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের অর্থনৈতিক কর্মকান্ডে স্থবিরতা বিরাজ করছে। শুধু এ বছরই চাকরি হারাতে পারে ২৫ কোটি মানুষ’।
বিশ্বব্যাপী করোনাকালীন পরিস্থিতিতে এমনটাই মনে করছেন মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। সম্প্রতি বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ব্র্যাড স্মিথ বলেন, একটা বিস্ময়কর সংখ্যা! মহামারি কোনো সীমান্ত মানে না। শুধু যুক্তরাষ্ট্রেই কংগ্রেশনাল বাজেট অফিস অনুমান করছে বেকারত্বের হার ১২.৩ শতাংশ বেড়ে ৩.৫ শতাংশ থেকে ১৫.৮ শতাংশে দাঁড়াবে। সব মিলিয়ে নতুন করে বেকার হবেন দুই কোটি দশ লাখ মানুষ। এ রকম আরো অনেক দেশ ও মহাদেশ একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

তিনি আরো বলেন, আমরা ইন্টারনেট অসাম্যের পৃথিবীতে বাস করি। আমরা যদি এ ব্যাপারে কিছু না করি তাহলে অন্যান্য যেসব অসাম্য নিয়ে আমরা চিন্তিত তা আরো বাড়বে। এটি এমন একটি কাজ যা একক প্রতিষ্ঠান বা এক সরকারের পক্ষে করা সম্ভব নয়। তবে দুই কোটি ৫০ লাথ মানুষের কাছে পৌঁছাতে পারলে আমরা ধরে নেবো যে আমরা নিজেদের দায়িত্বটুকু পালন করেছি।

ব্র্যাড স্মিথ আরো বলেন, অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য বিশ্ব জনশক্তির একটি অংশে নতুন দক্ষতা উন্নয়নের প্রয়োজন পড়বে। এমনকি চলতি কাজে টিকে থাকতে হলেও নতুন দক্ষতা অর্জন করতে হবে।

পাঠকের মতামত

Comments are closed.