267844

কিমের বোনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় মামলা

সীমান্তে দুই কোরিয়ার যৌথ লিয়াঁজো দফতর গুঁড়িয়ে দিয়ে দ্বি-পাক্ষিক অবনতির দিকে ঠেলে দেয়ার জন্য কিম ইয়ো জংকে দায়ী করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দক্ষিণ কোরিয়ার এক রক্ষণশীল আইনজীবী লি কায়ুং জায়ে।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় কৌসুলিরা এ মামলার ভার নেয়ার ঘোষণা দিয়েছে।

ওই মামলায় কিম ইয়ো জং এর পাশাপাশি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ পাক জং চোনকেও অভিযুক্ত করা হয়েছে।

তবে, উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের বোন কিম ইয়ো জংয়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করবেন কি না – তা এখনো পরিষ্কার হয়নি।

এদিকে, কিম ইয়ো জংকে কোনোভাবেই যেহেতু দক্ষিণ কোরিয়ায় হাজির করা সম্ভব হবে না। তাই, মামলাটি মূলত প্রতীকী হিসেবেই থাকছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.