267827

সৌদির হামলায় আহত শিশুর হৃদয়বিদারক ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে

ইয়েমেনের উত্তরাঞ্চলের আল-জাওয়াফ প্রদেশের আবাসিক এলাকার একটি বাড়িতে বোমা হামলা চালায় সৌদি জোট। এতে ২৫ জন নিরীহ নারী ও শিশু নিহত হয়েছেন। এ হামলায় সাতজন গুরুত্বর আহত হয়েছেন। এদের মধ্যে এক আহত শিশুর হৃদয়বিদারক ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

রাশিয়া পরিচালিত আরটি সংবাদ মাধ্যম সেই ভিডিওটি প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিও-তে দেখা যায়, শিশুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার শরীরের বেশির ভাগ অংশই বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হামলায় বহু মানুষ হতাহত হয়।

হামলার প্রতিক্রিয়াকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানায় ইরান। হামলায় আরটি ৯ জনের মৃত্যু দাবি করেছে। কিন্তু মিডলইস্ট আই স্থানীয়দের বরাত দিয়ে ২৫ নারী ও শিশুর মৃত্যুর খবর প্রকাশ করেছে। আহত হয়েছেন আরো সাতজন। যাদের অবস্থা আশঙ্কাজনক।

জাওয়াফ হাসপাতালের এক চিকিৎসকের বরাত দিয়ে আরটি জানায়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে চার শিশুর অবস্থা গুরুতর। তাদের মধ্যে এক শিশুর গোটা শরীর বোমার আঘাতে ঝলসে গেছে। তার মাথা ও মুখে স্প্রিন্টারের অজস্র আঘাতের চিহ্ন রয়েছে।

ওই চিকিৎসক বলেন, আমরা মর্মাহত। হামলার শিকার সবাই শন্তিপূর্ণভাবে তাদের ঘরে অবস্থান করছিলো। ভুক্তভোগীদের সবাই নারী ও শিশু।

২০১৫ সালে শিয়া ও সুন্নি মতবাদের বিরোধসহ নানা ইস্যুতে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব নেতৃত্বাধীন আরবের কয়েকটি দেশ। দেশটিতে জঙ্গিদের উত্থানসহ নানা অনিয়মের দাবি তুলে হামলা করেছে সৌদি জোট। তবে তাদের কার্যক্রম নিরীহ মানুষকে ভোগাচ্ছে বলে দাবি করা হচ্ছে।

পাঠকের মতামত

Comments are closed.