267811

করোনা নিয়েই জন্মগ্রহণ করেছে এই শিশু

মহামারি করোনাভাইরাস নিয়েই ফ্রান্সে এক শিশুর জন্ম হয়েছে। চিকিৎসকরা জানান, শিশুটি গর্ভফুলের (প্লাসেন্টা) মাধ্যমে এই ভাইরাস আক্রান্ত হয় এবং মস্তিষ্কে এক ধরণের প্রদাহ নিয়ে বড় হতে থাকে। তবে জন্মের পর ওই সংক্রমণ পরিস্থিতি ভালো মতোই কাটিয়ে উঠতে পেরেছে।
এদিকে মাতৃগর্ভেই শিশুটির করোনা আক্রান্তের বিষয়টি শতভাগ দাবি করলেও জন্মের সঙ্গে সঙ্গে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেননি চিকিৎসকরা। তাদের মতে, এ ধরণের সংক্রমণের এটিই প্রথম প্রমাণিত ঘটনা।

বুধবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত নেচার কমিউনিকেশন নামে বিজ্ঞানভিত্তিক আন্ত:শাস্ত্রীয় গবেষণা সাময়িকীর একটি প্রকাশনায় চিকিৎসক দল এ দাবি করেন।

জানা গেছে, ওই বাচ্চার জন্মের মাত্র কয়েকদিন আগে তার মা কোভিড-১৯ পজিটিভ হন। এ প্রসঙ্গে প্যারিসের অ্যান্টোইন ব্লাকেয়ার হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডেনিয়েল ডে লুকা বলেন, অপ্রত্যাশিত হলেও এ ধরনের ঘটনা অসম্ভব নয়। এমনটা সচরাচর ঘটে না।

ওই প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, গত ২৪ মার্চ ২৩ বছর বয়সী একজন গর্ভবতী জ্বর ও প্রচণ্ড কাশি নিয়ে অ্যান্টোইন হাসপাতালে ভর্তি হয়। ভর্তির অল্প সময় পরই পরীক্ষায় জানা যায় তিনি করোনায় আক্রান্ত।

এদিকে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে করোনা সংক্রমণের ঘটনা খুবই আকস্মিক বলে জানিছেন লন্ডনের কিংস কলেজের প্রসূতি বিভাগের অধ্যাপক অ্যান্ড্রুও শেননান।

পাঠকের মতামত

Comments are closed.