267624

ছয় হাজার বছরে প্রথমবারের মতো যুক্তরাজ্যে ফিরছে বন্য বাইসন!

যুক্তরাজ্যে ছয় হাজার বছরে প্রথমবার প্রকৃতিতে ফিরতে যাচ্ছে বন্য বাইসন। যুক্তরাজ্যের কেন্টে একটি ছোট পাল মুক্তি দেয়ার মাধ্যমে ফিরবে এই বন্য প্রাণীটি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্ট ওয়াইল্ডলাইফ ট্রাস্টের উদ্যোগে প্রাণীদের পুনঃপ্রবর্তনের জন্য এক মিলিয়ন ইউরোর ওয়াইল্ডার ব্লিন প্রকল্প নেয়া হয়েছে। যা বিপন্ন প্রজাতির ভবিষ্যত সুরক্ষিত করতে সহায়তা করবে। তবে একটি নির্দিষ্ট স্থানের গাছ মেরে তারা প্রাকৃতিকভাবে পাইন কাঠের একটি নতুন বাগান উত্পাদন করবে। যা পাখি, পোকামাকড় এবং গাছপালার জীবন বাড়িয়ে তুলতে ভূমিকা রাখবে।

প্রথমবার মুক্তি দেয়ার সময় একজন পুরুষ এবং তিনটি মহিলা মুক্ত করা হবে। প্রাকৃতিক প্রজনন প্রতি বছর একটি মহিলার জন্য আদর্শ হিসাবে একটি পশুর আকার বৃদ্ধি করবে।

কেন্ট ওয়াইল্ডলাইফ ট্রাস্টের পল হ্যাডওয়ে এ বিষয়ে বলেন, ওয়াইল্ডার ব্লিন প্রকল্প প্রমাণ করবে যে একটি বন্যপ্রকৃতি-ভিত্তিক সমাধানই এখন আমাদের জলবায়ু ও প্রকৃতির সঙ্কট মোকাবেলা করার জন্য সঠিক সমাধান। আবাসস্থলগুলোতে প্রাকৃতিক প্রক্রিয়া পুনরুদ্ধার করতে বাইসনের মত হারিয়ে যাওয়া প্রজাতি ব্যবহার করা আমাদের প্রাকৃতিক দৃশ্যে জৈব প্রাচুর্য বৃদ্ধি করার মূল চাবিকাঠি।

স্টেপ্প বাইসন প্রায় ছয় হাজার বছর পূর্বে যুক্তরাজ্যে বিচরণ করত বলে মনে করা হয়। ইউরোপীয় বাইসন যা কেন্টে মুক্তি পাবে সেটি এই প্রজাতিরই বংশধর। ইউরোপীয় বাইসনটি এই মহাদেশের বৃহত্তম স্থল স্তন্যপায়ী প্রাণী এবং ষাঁড়গুলি এক টনের মতো ওজন বহন করতে পারে।

পাঠকের মতামত

Comments are closed.