266998

ইইউতে নিষিদ্ধ হতে পারে মার্কিন পর্যটকরা

আগামী ১ জুলাই থেকে পুনরায় সীমান্ত চালুর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে বুধবার বৈঠক করছেন ইইউ’র রাষ্ট্রদূতরা। পর্যটকদের জন্য ২টি সম্ভাব্য তালিকা তৈরি করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীরা প্রবেশের অনুমতি না প্রাপ্তদের তালিকায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বেশ কয়েকটি ইউরোপীয় দেশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করতে আগ্রহী। তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক রয়েছে তারা।

জানা গেছে, করোনা নিয়ন্ত্রণের মাত্রার ভিত্তিতে বিভিন্ন দেশের পর্যটকদের অনুমোদন কিংবা নিষেধাজ্ঞা দেয়া হবে। নিরাপদ তালিকার সিদ্ধান্ত নেয়ার আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশগুলোর যে পদক্ষেপগুলো পূরণ করা উচিত সে সম্পর্কে প্রথমে ২৭টি সদস্য দেশকে সম্মত হতে হবে।

বর্তমানে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে এখনো করোনার বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সুতরাং মার্কিন নাগরিকদের নিষিদ্ধ করা হতে পারে।

ব্রাসেলস থেকে প্রাপ্ত এক প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিল, রাশিয়া এবং উচ্চ সংক্রমণ হারের অন্যান্য দেশগুলোকেও অনিরাপদ তালিকায় যুক্ত করা হবে।

এর আগে, মার্চ মাসের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের জন্য অতি প্রয়োজন ছাড়া ভ্রমণ নিষিদ্ধ করে ইউরোপীয় ইউনিয়ন।

আগামী সপ্তাহের মধ্যেই তালিকা প্রস্তুত করা হবে বলে জানা গেছে।

সূত্র- বিবিসি, দ্য নিউইয়র্ক টাইমস

পাঠকের মতামত

Comments are closed.