266709

একদিনেই তিনবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত

ভূমিকম্পে ফের কেঁপে উঠলো ভারত। তবে একবার নয়, একদিনেই তিনবার!
বৃহস্পতিবার (১৮ জুন) সবশেষ ভূমিকম্পটি হয় মিজোরামে। সর্বপ্রথম হয় আন্দামান-নিকোবরে। তারপর দিল্লি কেঁপে ওঠে ভূমিকম্পে। তবে দেশটির কোনো রাজ্যেই ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

জানা গেছে, শেষবার মিজোরামের চাম্ফাইয়ের ৯৮ কিলোমিটার দক্ষিণপূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় ৭টা ২৯ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না। তবুও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বারবার ছোট ছোট ভূমিকম্প, কোনো বড় ভূমিকম্পের ইঙ্গিত! আর তার চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের মাঝামাঝি হতে পারে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ভূমিকম্পের জেরে বারবার কেঁপে উঠেছে ভারতের বিভিন্ন প্রান্ত৷

পাঠকের মতামত

Comments are closed.