266431

আসছে করোনারোধী বিশেষ জামা-কাপড়

প্রায় শতভাগ করোনারোধী জামা-কাপড় তৈরি হচ্ছে ভারতে। এসব পোশাকের দামও হাতের নাগালে। দেশটির শীর্ষস্থানীয় টেক্সটাইল সংস্থা অরবিন্দ লিমিটেডের হাত ধরে ‘ইন্টেলিফাব্রিক্স’ ব্র্যান্ডের অধীনে ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। এর জন্য তাইওয়ানের জিনটেক্স কর্পোরেশন আর সুইস টেক্সটাইল সংস্থা হাইকিউ মেটেরিয়ালস এজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অরবিন্দ লিমিটেড।

এর আগে গবেষণায় দেখা গেছে, কাপড়ের উপর করোনাভাইরাসের জীবাণু বা ব্যাক্টেরিয়ার কণা প্রায় দু’দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। অরবিন্দ লিমিটেড-এর দাবি, তাদের তৈরি পোশাকের ফ্যাব্রিকের HeiQ Viroblock করোনাভাইরাস কণাকে সংক্রমিত হতে দেয় না এবং ৩০ মিনিটের মধ্যেই ৯৯ শতাংশ ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম।

সুইস টেক্সটাইল সংস্থা HeiQ Materials AG বিশ্বব্যাপী ভাইরাস-রোধী কাপড় তৈরির জন্য বিখ্যাত। এই সংস্থার ভাইরাসরোধী পণ্যগুলোর মধ্যে হাইকিউ ভাইরোব্লক অন্যতম।

এই সংস্থাকে করোনারোধী পোশাক তৈরির ক্ষেত্রে পাশে পেয়ে অত্যন্ত আশাবাদী অরবিন্দ লিমিটেড।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর কুলিন লালভাই জানান, করোনার জন্য দেশ এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে ভাইরোব্লক ফ্যাব্রিকের সাহায্যে ভারতে ভাইরাসরোধী বিশেষ পোশাক আনতে পারলে করোনার বিরুদ্ধে লড়াইটা আরও সহজ হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভাইরোব্লক ফ্যাব্রিকের তৈরি এক একটি শার্টের দাম পড়বে ৬০০ থেকে ১,০০০ রুপি। অর্থাৎ, আর পাঁচটা সাধারণ কেতা-দুরস্ত জামা-কাপড়ের দামেই মিলবে বিশেষ করোনারোধী পোশাক।

পাঠকের মতামত

Comments are closed.