266362

নতুন পৃথিবী ও আরেকটি সূর্যের সন্ধান, হইচই বিজ্ঞানীমহলে

নতুন এক গ্রহের সন্ধান দিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেই গ্রহ নাকি অবিকল পৃথিবীর মতো। বিজ্ঞানীদের মতে, সেটি ঘুরছে আরেকটি সূর্যের চারপাশে!
পৃথিবীর কাছাকাছি এমন আরেকটি পৃথিবী যে রয়েছে, সে কথা আগেই জানিয়ে গিয়েছিল নাসার কেপলার স্পেস টেলিস্কোপ। তবে সেটার খুব শক্তিশালী প্রমাণ ছিল না এতদিন। এবার সেই প্রমাণ দিয়েছে গটিনজেনের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সোলার সিস্টেম রিসার্চ।

জানা গেছে, সূর্যের মতো উজ্জ্বল নতুন নক্ষত্রটির নাম কেপলার-১৬০(Kepler-160)। তাকে প্রদক্ষিণ করছে পৃথিবীর মতো দেখতে কেওআই-৪৫৬.০৪ (KOI-456.04)। তবে এই গ্রহে কোনো প্রাণী বা উদ্ভিদের অস্তিত্ব আছে কিগনা তা স্পষ্ট নয়।

কেপলার-১৬০ নক্ষত্র সূর্যের মতো রশ্মির বিকিরণ করে ঠিকই, তবে এর উত্তাপ খুব বেশি নয়। এই তারার পৃষ্ঠদেশের তাপমাত্রা ৫২০০ ডিগ্রি সেলসিয়াস, সূর্যের চেয়ে ৩০০ ডিগ্রি সেলসিয়াস কম। এর তেজও সূর্যের চেয়ে অনেকটাই কম।

পৃথিবীর মতো গ্রহের খোঁজ চলছিল গত কয়েক দশক ধরেই। এখনও পর্যন্ত পাঁচশ’রও বেশি গ্রহ, বামন গ্রহ ও উপগ্রহের সন্ধান মিলেছে যাদের সঙ্গে পৃথিবীর নানা বিষয়ে মিল পাওয়া যায়। এগুলোর মধ্যে কেপলার-৪৫২বি-ই আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো।

পাঠকের মতামত

Comments are closed.