266141

করোনা চিকিৎসায় আশা দেখাচ্ছে কম দামি ‘আইবুপ্রোফেন’

করোনাভাইরাসের চিকিৎসায় ‘আইবুপ্রোফেন’ নামের এক ওষুধের প্রয়োগ শুরু হতে যাচ্ছে যুক্তরাজ্যে। লন্ডনের গাইস অ্যান্ড সেন্ট টমাস হাসপাতাল এবং কিংস কলেজের বিজ্ঞানীদের মতে, আইবুপ্রোফেন ওষুধটি ব্যথানাশক হিসেবে কাজ করলেও এটি শ্বাসকষ্টের সমস্যা দূর করতে সক্ষম।
আইবুপ্রোফেন মূলত প্রদাহ দূরীকরণে ব্যবহৃত হয়। শ্বাসকষ্টের সমস্যায় ভোগা প্রাণীদের ওপর এটি প্রয়োগের পর বেশ ভালো ফল এসেছে। এই ওষুধ প্রয়োগের ফলে মৃতের সংখ্যা ৮০ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। খবর স্কাই নিউজ

কিংস কলেজ লন্ডনের গবেষক দলটির সদস্য অধ্যাপক মিতুল মেহতা বলেন, আমরা যা ভাবছি ওষুধটি যে সেভাবে কাজ করে সেটি প্রমাণ করার জন্য আমাদের একটি পরীক্ষা করা উচিত। আমাদের বিশ্বাস দাম কম হলেও এই ওষুধ রোগীদেরকে ভেন্টিলেটর থেকে দূরে রাখবে।

এর আগে কোভিড-১৯ জাতীয় উপসর্গ দেখা দিলে ডাক্তারের প্রেসক্রিশন ছাড়া প্রদাহনিবারক ওষুধ আইবুপ্রেোফেন খেতে নিষেধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর জেরে রোগীদের কোভিড-১৯-এ আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে তারা।

এরপরই হিউম্যান মেডিসিন বিষয়ক কমিশন এ বিষয়ে তাদের মূল্যায়নে বলে যে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে প্যারাসিটামলের মতো এই ওষুধটিও সেবন করা যেতে পারে। এই দুটি ওষুধই শরীরের জ্বর কমিয়ে আনতে এবং ফ্লু-এর উপসর্গ উপশমে সহায়তা করে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.