266070

আসামে ভূমিধসে নিহত ২০

ভারতের আসামের দক্ষিণাঞ্চলে তিনটি জেলায় পৃথক ভূমিধসে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে আসামের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, নিহতরা আসামের দক্ষিণাঞ্চলের বরাক উপত্যকার তিনটি ভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে সাতজন চাচার জেলার, সাতজন হায়লাকান্দি জেলার এবং ছয়জন করিমগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া, আরো কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণ আসামের বারাক উপত্যকায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মাঝেই মঙ্গলবার সেখানে একাধিক ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ভারতের উত্তর পূর্বের এই রাজ্যটি এরই মধ্যে ভয়াবহ বন্যার শিকার, যার প্রভাব পড়েছে ৩ লাখ ৭২ হাজার মানুষের ওপর। সবচেয়ে খারাপ পরিস্থিতি গোয়ালপাড়া জেলার। এই বন্যায় ৬ জন মারা গেছেন এবং ৩৪৮ গ্রাম পানির নিচে। প্রায় ২৭ হাজার হেক্টর শস্যক্ষেতের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

Comments are closed.