265686

কাশ্মীরে ধরা পড়ল রহস্যঘেরা বিশেষ কবুতর!

ভারত অধিকৃত কাশ্মীরে পুলিশের হাতে সন্দেহভাজন একটি কবুতর ধরা পড়েছে। সোমবার কাঠুয়া জেলার হিরানগর পুলিশের হাতে এটি ধরা পড়ে।
কবুতরটিকে সীমান্তপার থেকে গুপ্তচরবৃত্তির কাজে লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চাড়ওয়াল জেলার গীতাদেবীর বাড়িতে উড়ে আসে। তিনিই পায়রাটিকে ধরেন। পরে কবুতরটির পায়ে একটি গোলাকার রিং দেখতে পান তিনি। রিং এর ওপরে একটি ফোন নম্বর রয়েছে। পরে গ্রামপ্রধান কবুতরটিকে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেন।

পরে তাকে স্থানীয় হিরানগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। এখন পর্যন্ত কবুতরটির মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পাওয়া যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখছে জম্মুর বিশেষ শাখা।

কাঠুয়ার পদস্থ পুলিশ কর্মকর্তা শৈলেন্দ্র মিশ্র বলেন, আমরা বলতে পারব না যে এটা গুপ্তচরের কাজে লাগানো হয়েছিল। স্থানীয়রা এর পায়ে একটি টুকরো দেখতে পেয়েছেন এবং কবুতরটিকে ধরেন। কয়েকজন সেটিকে কোড বার্তা বলেছেন। পাকিস্তানের পঞ্জাবে, মালিকানার জন্য কবুতরের পায়ে কাপড়ের টুকরো বেঁধে রাখেন।

সূত্র: এনডিটিভি।

পাঠকের মতামত

Comments are closed.