265627

আজ চাঁদের সঙ্গে দেখা যাবে মঙ্গল

করোনাভাইরাসের কারণে ২০২০ সাল প্রায়ই জর্জরিত হয়ে উঠেছে। তবে জ্যোতির্বিদদের কাছে এটি ‘সোনার’ বছর। একাধিক ঘটনার সাক্ষী থাকছে চলতি বছরের আকাশ। আজও একটি মহাজাগতিক ঘটনা ঘটবে, যার সাক্ষী হতে পারেন আপনিও। এদিন একসঙ্গে দেখা যাবে চাঁদ ও মঙ্গল গ্রহকে।
গতকাল রাতেও ‘সোয়ান’ নামের একটি ধূমকেতুকে চাঁদের সঙ্গে দেখা গিয়েছিল। এবার চাঁদের সঙ্গে দৃশ্যমান হবে লাল গ্রহ মঙ্গল। আকাশে গ্রহ দুটিকে কাছাকাছি দেখা গেলেও আদতে চাঁদ ও মঙ্গলের মধ্যে অনেকটাই দূরত্ব থাকবে।

জানা গেছে, আজ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৯৮ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করবে চাঁদ। অন্যদিকে মঙ্গল গ্রহটি চাঁদের দূরত্বের প্রায় ৪২৫ গুণ দূরে অবস্থান করবে।

আর্থ স্কাইয়ের তথ্য মতে, সাম্প্রতিক দিনগুলোতে খুব উজ্জ্বল দেখাচ্ছে মঙ্গল গ্রহকে। এখন রাতের আকাশে অষ্টম উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহ।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.