265406

২০২১ পর্যন্ত অনলাইনেই সব ক্লাস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে

২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত সরাসরি কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাজ্যে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে নেয়ার ঘোষণা দিল ক্যামব্রিজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট লোকজনের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
ইউকে প্রেস এসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, সব ক্লাস সরাসরি ক্লাসরুমের বদলে অনলাইনেই নেয়া হবে।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক দেশেই এখন অনলাইনেই ক্লাস নেয়া হচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেন, এই মহামারির সময় খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। এই মুহূর্তে সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী শিক্ষাবর্ষের কোন ক্লাস সামনাসামনি নেয়া হবে না।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৮১৮ জন। এর মধ্যে মারা গেছে ৩৫ হাজার ৩৪১ জন।

সূত্র: বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.