265369

জলপাই তেলের উপকারিতা

ক্যানসার প্রতিরোধ, চামড়া ও চুলের স্বাস্থ্য রক্ষা করা, আয়রন ও ভিটামিনের উৎসের সঙ্গে জলপাই তেলের আরেকটি কার্যকরী গুণ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অলিভ অয়েল বা জলপাই তেল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। অলিভ অয়েলের আনস্যাচুরেটেড ফ্যাট (শরীরের জন্য উপকারী এক ধরনের চর্বি) শরীরের স্যাচুরেটেড ফ্যাট (যা শরীরের জন্য ক্ষতিকর) নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে।

ভূমধ্যঅঞ্চলীয় খাবারে আনস্যাচুরেটেড ফ্যাট প্রচুর পরিমাণে থাকে। এর মধ্যে রয়েছে অলিভ অয়েল, বাদাম, অ্যাভোকাডোজ, সেলারি, গাজর ইত্যাদি।

জলপাই তেল, বাদাম কিংবা অ্যাভাকাডো তেলের সঙ্গে নাইট্রাইট ও নাইট্রেটসমৃদ্ধ শাকসবজি কিংবা গাজরের সংমিশ্রণে এর মধ্যে এক ধরনের ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা শরীরের খারাপ চর্বিগুলো ভেঙে দেয়। সেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। সম্প্রতি ইঁদুরের ওপর চালিত এক গবেষণায় দেখা গেছে, এ ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমাতে সাহায্য করে।

গবেষকরা দেখেছেন, খারাপ চর্বিগুলো উচ্চ রক্তচাপের জন্য দায়ী, এনজাইম (ফ্যাটি অ্যাসিড) তাকে বাধা দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ওই গবেষণার দেখা গেছে, যে ইঁদুরগুলোকে জলপাই তেলসমৃদ্ধ খাবার খাওয়ানো হয়েছে, ওই একই খাবার অন্য তেল দিয়ে অন্য ইঁদুরকে খাওয়ানো হয়েছে। নির্দিষ্ট সময় পর জলপাই তেল খাওয়ানো ইঁদুরগুলোর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কম দেখা গেছে। পি জার্নালে গবেষণার ফলটি প্রকাশিত হয়েছে।

লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক। ০১৯১১৩৮৬৬১৭, ০১৬৭০৬৬৬৫৯৫

পাঠকের মতামত

Comments are closed.