265415

উড়িষ্যায় আঘাত হেনেছে আম্ফান

ভারতের উড়িষ্যা উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। আম্ফানের প্রভাবে এরইমধ্যে সেখানে তীব্র ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ঘটেছে ভূমিধ্বসের ঘটনাও।
বুধবার স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার বেগে এটি সুন্দরবন অঞ্চলের দিকে আঘাত হানে।

এদিকে আম্ফানের প্রভাবে সকাল থেকেই উড়িষ্যার পারাদ্বীপে সর্বোচ্চ ১০৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। চান্দবালিতে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে ঝড় বইছে। বেলাশোরে ৫৭ কিলোমিটার বেগে ও ভুবনেশ্বরে ৫৬ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে প্রচণ্ড ঝড়ো বাতাস।

ঝড়ের তাণ্ডবে উড়িষ্যায় বিদ্যুৎকেন্দ্র, স্থাপনা ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে গেছে যান চলাচলও। ঘূর্ণিঝড়টি ভারত উপকূলে প্রায় চার ঘণ্টা অবস্থান করে ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.