265108

করোনাভাইরাস ধ্বংসের যন্ত্র আবিষ্কার করেছে ভারত

করোনা আতঙ্কে আছে গোটাবিশ্ব। সব মানুষের চাওয়া এই অদৃশ্য শত্রুকে কিভাবে ধ্বংস করা যায় তার একটি পদ্ধতি আবিষ্কার করা হোক। চিকিৎসা বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন এই করোনা থেকে বাঁচতে ওষুধ আবিষ্কারের ব্যাপারে। এরই মাঝে সুখবর দিয়েছে ভারত। দেশটির বিজ্ঞানীরা করোনা ধ্বংসের যন্ত্র আবিষ্কার করেছে।

  • ক্রমাগত তাপ ছড়িয়ে করোনাভাইরাসের আরএনএ মেরে ফেলবে ‘অতূল্য’ নামের এই যন্ত্র। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবিষ্কৃত এই নতুন যন্ত্র করোনার প্রকোপ কমাতে আশার আলো দেখাচ্ছে।

‘অতূল্য’র ওজন তিন কেজির মতো। এটি মূলত ‘মাইক্রোওয়েভ স্টেরিলাইজার’।

‘অতূল্য’র ওজন তিন কেজির মতো। এটি মূলত ‘মাইক্রোওয়েভ স্টেরিলাইজার’।

কোনো বস্তুর গায়ে করোনাভাইরাস লেগে থাকলে ধ্বংস করবে ‘অতূল্য’। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীরা এই যন্ত্রের কার্যকরিতার প্রমাণ পেয়েছেন ইতিমধ্যে।

কোনো বস্তুর গায়ে করোনাভাইরাস লেগে থাকলে ধ্বংস করবে ‘অতূল্য’। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞানীরা এই যন্ত্রের কার্যকরিতার প্রমাণ পেয়েছেন ইতিমধ্যে।

সাধারণ মানুষ যাতে কম খরচে এই যন্ত্র ব্যবহারের সুবিধা পায়, এবার সেদিকে নজর দিয়েছে ডিআরডিও। ‘অতূল্য’ আবিষ্কারে সম্পূর্ণ কৃতিত্ব ভারতের ডিফেন্স ইন্সটিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজি বিজ্ঞানীদের।

সাধারণ মানুষ যাতে কম খরচে এই যন্ত্র ব্যবহারের সুবিধা পায়, এবার সেদিকে নজর দিয়েছে ডিআরডিও। ‘অতূল্য’ আবিষ্কারে সম্পূর্ণ কৃতিত্ব ভারতের ডিফেন্স ইন্সটিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজি বিজ্ঞানীদের।

যে কোনো হালকা বস্তুতে লেগে থাকা করোনাভাইরাস ধ্বংস করবে অতূল্য। এই যন্ত্র থেকে নির্গত অতিবেগুনি রশ্মি ভয়ানক ভাইরাসকে ধংস করবে। যন্ত্রটি চালু করলে এক মিনিট ধরে ৫৬ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ ক্রমাগত নির্গত হয়। ক্রমাগত তাপ সহ্য করতে পারে না করোনাভাইরাস।

যে কোনো হালকা বস্তুতে লেগে থাকা করোনাভাইরাস ধ্বংস করবে অতূল্য। এই যন্ত্র থেকে নির্গত অতিবেগুনি রশ্মি ভয়ানক ভাইরাসকে ধংস করবে। যন্ত্রটি চালু করলে এক মিনিট ধরে ৫৬ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ ক্রমাগত নির্গত হয়। ক্রমাগত তাপ সহ্য করতে পারে না করোনাভাইরাস।

পাঠকের মতামত

Comments are closed.