264869

সেলিব্রেটিদের নিয়ে অর্থ সহায়তার ভুয়া ফেসবুক পোস্ট!

করোনা ভাইরাসের মাহামরাীতে সেলিব্রেটিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের সত্যতা যাচাই করেছে বিবিসির একটি টিম। জ্যাক গুডম্যান এবং ফ্লোরা কারমাইকেলের করা ওই যাচাই বাছাইয়ে উঠে আসে নানা ভুয়া তথ্য। উঠে আসে রক খ্যাত অভিনেতা ডোয়াইন জনসনকে নিয়েও মিথ্যা ফেসবুক পোস্ট।

বিবিসি খবরে বলা হয়, ফেসবুকে দেওয়া হাজার হাজার পোস্টের মাধ্যমে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য প্রচুর নগদ অর্থ উপহার দেওয়ার প্রচার করা হয়েছে। যদিও বিষয়টি স্পষ্টতই মিথ্যা, তারপরও এটি অনেক ভাষায় শেয়ার করা হয়েছে। বেশির ভাগ এমন ঘটনা গুলোর মধ্যে রয়েছে, অভিনেতা ডোয়াইন জনসনের অসম্পৃক্ত ভিডিও ফুটেজ বা ছবি।

এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের নিজ নিজ নামের প্রথম অক্ষর দিয়ে যে কোন একটি পুরস্কার বাছাই করতে বলা হয়। আবার কিছু লোক কমেন্টস এ তাদের ব্যাংক হিসেবের বিবরণ রেখে গেছেন এবং আর্থিক সহায়তা চেয়েছেন।

এমন বেশির ভাগ শেয়ার হওয়া উদাহরণগুলোর মধ্যে দেখা যায়, অংশগ্রহণকারীদের তাদের পুরস্কার সংগ্রহ করার জন্য একটি লিংকের মাধ্যমে সম্পৃক্ত হতে হয়েছে। যা করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আগে দেখা অন্যদের সঙ্গে ফিশিং কেলেঙ্কারির মতো দেখায়।

একটি ভিডিও পোস্টে দেখা যায় যে, কেউ একজন অর্থের স্তুপ পরিচালনা করছেন এবং তার ওই ভিডিওতে ৪০ লক্ষ ভিউ হয়েছে।

ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওটি বানিয়েছিলেন উইলিয়াম মিচেল নামের এক ব্যক্তি। তিনি ভুয়া টাকা বা জাল টাকা ব্যবহার করে ভিডিওটি বানিয়েছিলেন।

তিনি বিবিসিকে বলেন, আমি প্রোপ মানি বা জাল টাকা তৈরি করার ভিডিও বানিয়েছিলাম ২০১৮ সালেই। কিন্তু আমার অনুমতি না নিয়েই ভিডিওগুলো পুনারায় আপলোড করে চলছে।

আরও পড়ুন: করোনায় মারা না গেলেও মুসলিম মরদেহ পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্ক!

জনসন এর আগেও ২০১৮ সালে একই ধরণের কেলেঙ্কারির বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন এবং তার অনুসারীদের বলেছিলেন, “সজাগ থাকুন, স্মার্ট হোন, প্রশ্ন করুন, এটি রিপোর্ট করুন … এবং এই নকল ফেসবুক অ্যাকাউন্টগুলি দিয়ে কিনবেন না।”

সূত্র: ইত্তেফাক

পাঠকের মতামত

Comments are closed.