264496

ভারতে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয় ফুচকার রেসিপি

ভারত বর্ষের মানুষ ভোজনরসিক। বহুকাল আগে থেকেই। করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনেও তাদের ভোজনরস আস্বাদনের কমতি নেই। আর তাইতো তারা গুগলে নানা খাবারের রেসিপি খোঁজেন। তার মধ্যে শীর্ষে আছে ফুচকা-চটপটির রেসিপি।

গুগল ইন্ডিয়ার হিসেবে দেখা গেছে, লকডাউনের মধ্যে ফুচকার রেসিপির খোঁজ বেড়েছে ১০৭ শতাংশ। তবে স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর রেখেছে ঘরবন্দি দেশ। তাই ফুচকার মতো স্ন্যাকসের সঙ্গে আয়ুর্বেদিক হোম রেমিডি ‘কড়া’ তৈরির প্রণালীর খোঁজও।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশবাসীকে ‘কড়া’ পান করতে অনুরোধ করার পরেই ৯০ শতাংশ বেড়েছে ‘কড়া’র রেসিপির খোঁজ।

এছাড়া অনলাইনে বিদ্যুতের বিল কী ভাবে মেটানো হয়, তার খোঁজও এই লকডাউনের মধ্যে ১৮০ শতাংশ বেড়েছে। এছাড়া কাছাকাছি ওষুধের দোকান জানতে চেয়েও গুগল সার্চ করেছেন অনেকে। মুদিখানার সামগ্রীর হোম ডেলিভারির খোঁজ বেড়েছে ৫৫০ শতাংশ।

সূত্র: ঢাকা টাইমস

পাঠকের মতামত

Comments are closed.