264457

ঘরেই তৈরি করুন মাস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

সংক্রমণ এড়াতে ঘরের বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন মাস্ক।

গবেষণায় দেখা গেছে, গেঞ্জি বা টি-শার্ট তৈরিতে ব্যবহৃত কাপড় মাস্কের জন্য সবচেয়ে ভালো। এই মাস্ক ব্যবহারে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

যেভাবে মাস্ক তৈরি করবেন-

মাস্ক তৈরি করার জন্য প্রয়োজন পরিষ্কার সুতির কাপড়, গেঞ্জি বা টি-শার্ট তৈরিতে ব্যবহৃত কাপড়। কোনো পুরনো সুতির কাপড় বা সুতি গেঞ্জির কাপড় হলেও হবে।

প্রথমে কাপড়টিকে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এর পর কাপড় থেকে চারটি স্ট্রিপ কেটে নিতে হবে। দুটি ১.৫”x৫” এবং অন্য দুটি ১.৫”x৪০” মাপের।

প্রাপ্ত বয়স্কদের জন্য ৯ ইঞ্চি x ৭ ইঞ্চির কাপড় ও শিশুদের জন্য ৭ ইঞ্চি x ৫ ইঞ্চির কাপড় প্রয়োজন।

কাঁচির সাহায্যে কাপড় কেটে নিন। এবার কাপড়ের কাটা অংশটি নিয়ে ১.৫X৫ ইঞ্চির কাটা অংশগুলো মূল সুতি কাপড়ের সঙ্গে একপ্রান্তে জুড়ে দিন সেলাই মেশিনের সাহায্যে বা হাতে করে সেলাইও করে নিতে পারেন।

তথ্যসূত্র: জিনিউজ

পাঠকের মতামত

Comments are closed.