264399

‘হ্যান্ড ড্রায়ার’ করোনা ধ্বংস করে?

প্রাণঘাতী করোনাভাইরাসে থমকে গেছে পুরো বিশ্ব। কোলাহল ছেড়ে মানুষ হয়েছে ঘরবন্দী। বদলে গেছে মানুষের জীবনধারা। তবুও যেন মিলছে না মুক্তির পথ। এখনো পর্যন্ত তৈরি হয়নি করোনার প্রতিষেধক, যা ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে।

এদিকে, করোনার প্রতিষেধক তৈরিতে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিশ্বের গবেষক ও চিকিৎসকরা। ওষুধ তৈরি না হলেও, করোনা থেকে বেঁচে থাকার কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, যা সংক্রমণের হাত থেকে রক্ষা করবে মানুষকে। ঘন ঘন হাত ধোওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, অযথা ঘর থেকে বের না হওয়া ও জনসমাগম এড়িয়ে চলা। আপাতত, এটিই হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সংক্রমণ এড়ানোর মুক্তির উপায়।

সাধারণ মানুষের মাঝে এই ভাইরাসটি নিয়ে নানা ধরনের ভ্রান্ত ধারণা লক্ষ্য করা যাচ্ছে। কারও কারও মতে, হ্যান্ড ড্রায়ার করোনা ধ্বংসে বেশ কার্যকারী। এটি বিশ্বাস করে অনেকেই হ্যান্ড ড্রায়ার দিয়ে ঘনঘন হাত শুকাচ্ছেন। আসলেই কি হ্যান্ড ড্রায়ার দিয়ে করোনা ধ্বংস করা যায়?

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর’র পক্ষ থেকে বলা হয়েছে, হ্যান্ড ড্রায়ার করোনাভাইরাস ধ্বংসে কার্যকরী নয়। নিজের সুরক্ষার জন্য দুই হাত বারবার সাবান-পানি দিয়ে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখুন। এরপর টিস্যু, পরিষ্কার কাপড় বা উষ্ণ ‘এয়ার ড্রায়ার’ দিয়ে হাত ভালোভাবে মুছে শুকিয়ে ফেলুন।

পাঠকের মতামত

Comments are closed.