264376

সক্রিয় হচ্ছে আরও ভয়াবহ এল-টাইপ করোনা ভাইরাস, যা মিলেছিল চিনের ইউহানে

বদলাচ্ছে করোনাভাইরাসের চরিত্র। বিশেষজ্ঞরা মনে করছেন, গুজরাটে সক্রিয় এল-টাইপ ভাইরাস যা দেখা গিয়েছে চিনের উহানে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনাভাইরাসের জেনোম সিকোয়েন্স করার সময় এল-টাইপ স্টেইন মিলেছে। এই এল-টাইপ স্টেইনের মারণ ক্ষমতা অনেকটাই বেশি।

যেখানে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেশি, সেখানেই পরীক্ষায় ধরা পড়ছে এল-টাইপ স্টেইন। এই স্টেইন উহানেই বেশি দেখা গিয়েছিল। যেখানে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেশি, সেখানেই পরীক্ষায় ধরা পড়ছে এল-টাইপ স্টেইন। এই স্টেইন উহানেই বেশি দেখা গিয়েছিল।
যেখানে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেশি, সেখানেই পরীক্ষায় ধরা পড়ছে এল-টাইপ স্টেইন। এই স্টেইন উহানেই বেশি দেখা গিয়েছিল।

বিশেষজ্ঞদের ধারনা, গুজরাতে এস-টাইপ ভাইরাসের বদলে সক্রিয় এল-টাইপ করোনাভাইরাস। তবে এনিয়ে এখনও কোনও গবেষণা চালানো হয়নি। বিশেষজ্ঞদের ধারনা, গুজরাতে এস-টাইপ ভাইরাসের বদলে সক্রিয় এল-টাইপ করোনাভাইরাস। তবে এনিয়ে এখনও কোনও গবেষণা চালানো হয়নি।
বিশেষজ্ঞদের ধারনা, গুজরাতে এস-টাইপ ভাইরাসের বদলে সক্রিয় এল-টাইপ করোনাভাইরাস। তবে এনিয়ে এখনও কোনও গবেষণা চালানো হয়নি।

পাঠকের মতামত

Comments are closed.