264368

আকারে ছোট, ভালোবাসায় অনেক বড় : ফারুকী

জনপ্রিয় নির্মাতাদের একজন মোস্তফা সরয়ার ফারুকী। আজ তার জন্মদিন। ১৯৭৩ সালের আজকের এই দিনে রাজধানীর নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় কাজ দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নেন এই পরিচালক।

করোনার এই কালে স্বেচ্ছায় ঘরবন্দী আছেন ফারকী। মহামারির কারণে জন্মদিনের সব আয়োজনও এলোমেলো হয়ে গেছে। তবে ফেসবুক ও মোবাইলে সিক্ত হচ্ছেন ভক্ত-অনুরাগীদের ভালোবাসা আর শুভেচ্ছায়। এবারের জন্মদিনেরও স্ত্রী তিশার (অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা) কাছ থেকে পেয়েছেন চমক।

মোস্তফা সরয়ার ফারকী বলেন, ‘এমনই যে নিদান কাল তার আবার জন্মদিন কী! তারপরও প্রিয়জনদের ভালোবাসা তো থেমে থাকে না। তিশা তাই হাতের কাছে যা পেয়েছে প্যানকেক, চকলেট, আর অ্যাপ্রিকট- দিয়ে একটা কেক বানিয়েছে। আকারে ছোট, ভালোবাসায় অনেক বড়।’

তিনি বলেন, ‘এই জীবনে সবার ভালোবাসাই পাইতে চাইছি, ভালোবাসতেই চাইছি! আর কোনো বিষয় নিয়ে অভিযোগ করার সুযোগ থাকলেও ভালোবাসা নিয়ে অভিযোগের সুযোগ নাই। সেই জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা।

যে আমারে ভালোবাসে নাই, আমি আসলে তারও ভালোবাসা চাইছি। ভালোবাসতে চাইছি। তারপরও যদি কাহারেও আঘাত করে থাকি, তবে জেনো সে মোর অজ্ঞতাপ্রসূত অথবা ক্ষণিকের উত্তেজনার ফল।’

জন্মদিন উপলক্ষে নিজের লেখা কবিতার কয়েকটি লাইন তুলে ধরেন মোস্তফা সরয়ার ফারুকী। কবিতার কথাগুলো হলো- ‘তুলতুলে বাচ্চাদের আমি/ কোলে নিতে পারি না/ আদর দিতে গিয়ে ব্যথা দিয়ে ফেলি/ ধরতে যাই পরম মমতায়/ অজ্ঞতাবশত দিয়ে ফেলি আঘাত/ আমি গল্পের সেই প্রকাণ্ড মানুষ/ যে জানেই না তার শরীরের ভুগোল কিংবা ব্যাকরণ।’

সূত্র আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.