263999

রঙ বাংলাদেশের আয়োজনে অনলাইনে শিশুদের সৃজনশীল প্রতিযোগিতা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এখন স্কুল বন্ধ। ঘরে কাটছে শিশুদের সময়। অফুরন্ত এই সময় দুরন্ত শৈশবের মননশীলতার প্রকাশ এবং মেধা বিকাশের জন্য আদর্শ সময়।

স্কুলকেন্দ্রিক জীবনের বাইরে শিশু-কিশোরদের বিভিন্ন সৃজনশীলতার সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দেবার চিন্তা থেকে ‘রঙ বাংলাদেশ’ আয়োজন করেছে ডিজিটাল প¬্যাটফর্মভিত্তিক সৃজনশীল মেধা বিকাশের একটি অনলাইন উদ্যোগ।

এই আয়োজনে যোগ দিয়ে আপনিও পারেন আপনার পরিবারের ছোট সদস্যের অনন্য প্রতিভার দ্যূতি বিশ্বময় ছড়িয়ে দিতে ।

আনন্দ আয়োজনের শর্ত এবং তথ্যাবলীঃ

অংশগ্রহণের বয়স সীমাঃ অনূর্ধ্ব পনেরো বছর। আয়োজন চলবে ২৩ এপ্রিল ২০২০ থেকে ৭মে ২০২০ পর্যন্ত।

নাচ, গান, ছড়াপাঠ, গল্পবলা, শিশুতোষ কৌতুক পরিবেশনা, সৃষ্টিশীল ভিডিও তৈরী এবং ছবি -কার্টুন আঁকা সহ নান্দনিক যে কোন কিছু । কোন পূর্ব আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ভিডিও অথবা ছবি পাঠালেই চলবে।

মোবাইল বা যে কোন ডিভাইসে ধারণ করা ভিডিও এবং ছবি প্রযোজ্য। ভিডিওর সময় সীমাঃ সর্বোচ্চ ৩ মিনিট।

নির্বাচিত সেরা ১০জনের জন্যে থাকবে উপহার।

সূত্র : ঢাকা টাইমস

পাঠকের মতামত

Comments are closed.