263983

ভিডিও কলে ৮ জনকে যুক্ত করা যাবে হোয়াটসঅ্যাপে

এখন থেকে ভিডিও কলে একই সঙ্গে আটজনকে যুক্ত করা যাবে হোয়াটসঅ্যাপে। আগে একই সঙ্গে চারজনকে যুক্ত করার সুযোগ ছিল। বেটা ভার্সনে এই আপডেট ফিচার পাওয়া আনা হয়েছিল। আগামী সপ্তাহ থেকে হোয়াটসঅ্যাপের সকল ব্যবহারকারীই এই সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে হোয়াটসআপ থেকে একসঙ্গে আট জন ভিডিও কলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ।

তিনি বলেন, ‘নিয়মিত ৭০ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহার করে কল করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে চার জনের পরিবর্তে এবার হোয়াটসঅ্যাপে কলে আট জন যোগ দিতে পারবেন।”

হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট টুইটারে জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে সব আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকের ফোনে এই ফিচার পোঁছে যাবে। অর্থাৎ আগামী স্টেবেল আপডেটেই নতুন গ্রুপ কলিং ফিচার পৌঁছবে হোয়াটসঅ্যাপে।

সূত্র : ঢাকা টাইমস

পাঠকের মতামত

Comments are closed.