263771

পুরনো টি-শার্টেই মাস্ক!

সেলাইয়ের ঝামেলা নেই। বাড়তি সময়ও হবে না নষ্ট। করোনা মোকাবেলায় দরকার শুধু একটি টি-শার্ট। অভিনব কায়দায় টি-শার্ট দিয়েই বানানো যাবে মাস্ক!

সম্প্রতি ভারতীয় জনপ্রিয় অভিনেতা রণিত রায় তেমনি একটি উপায় বের করে দিলেন ভক্তদের।

টুইটারে ভক্তদের সামনে বাড়ির একটি পুরনো টি শার্ট নিয়ে অভিনেতা দেখালেন কিভাবে সহজেই সেলাইবিহীন একটি মাস্ক তৈরি করা যায়। অভিনব কায়দায় টি-শার্টটি মুখের মধ্যে জড়িয়ে তিনটা লেয়ার দিয়ে মুখ এবং মাথা ঢেকে শুধু চোখ দুটি দেখা যায় এমন একটি মাক্স তৈরি করে ফেললেন নিমিষেই।

ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘ মাস্ক নেই, টেনশন নেবেন না! খুব সোজা’।

এছাড়াও মাস্ক কতটা কার্যকরী তা প্রমাণ করতে মাস্ক পরে মুখের সামনে একটি জ্বলন্ত লাইটারও ধরেন অভিনেতা।

ভিডিওটি দেয়ার পরপরই মুহূর্তেই লক্ষাধিকবার দেখা হয়েছে।

মাত্র ৪৫ সেকেন্ডের এই ভিডিও যে এইভাবে ভাইরাল রূপ নেবে তা কল্পনা করেননি এই অভিনেতা। তবে করোনা নিয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে তৈরি এই ভিডিও মানুষের কাছে পৌঁছেছে সেটা ভেবেই খুশি অভিনেতা।

ভিডিওটির এত দর্শক দেখে অভিভূত হয়ে রণিত রায় লেখেন.’আমার প্রথম টুইটির ১০ লক্ষ ভিউ । অভাবনীয়, কিন্তু আমি খুশি যে এটা মানুষের কাজে লাগার জিনিস..’।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ঘরে তৈরি মাস্ক পড়তে দেখা যায়। এছাড়া অভিনেত্রী বিদ্যা বালানকেও বাড়িতে ব্লাউস এবং হেয়ার ব্যান্ড দিয়ে মাস্ক তৈরি করতে দেখা গিয়েছিল। অভিনেত্রী সেই প্রসঙ্গে জানান, বাড়িতে যে কোনও কাপড়ের টুকবো, ওড়না, স্কার্ফ বা পুরোনো শাড়ি… যা কিছু নিতে পারেন। আর আপনাদের দরকার দুটো ব্যান্ড। রাবার ব্যান্ড হলেও চলবে’। আর দেখিয়ে দিলেন ঘরে মাস্ক তৈরির অভিনব কায়দা।

সূত্র : ঢাকা টাইমস

পাঠকের মতামত

Comments are closed.