263645

ঘরবন্দিতে চলুক রোমান্স চর্চা

প্রাণঘাতী ভাইরাস করোনা ঘরবন্দি করে রেখেছে মানুষকে। রাজ্যের ব্যস্ততা এখন শুধুই প্রিয়জনদের ঘিরে। দুটি স্রোতের মানুষকে প্রকৃতি যখন দীর্ঘসময় একই ঘরে আবদ্ধ রাখে তখন সৃষ্টি হতে পারে কলহের। কমতে পারে সম্পর্কের আনন্দময় উচ্ছ্বাস। বাসা বাঁধতে পারে হতাশা। তাই সম্পর্কের যত্ন নিন। নিয়মিত চর্চা করুন রোমান্সের। চমকে দিন প্রিয়জনকে উপহার কিংবা পছন্দের যেকোনো কিছু দিয়ে। আর এই চমক থাকুক প্রায়ই। এই অবাক করে দেয়া ভালবাসার অন্যতম সেরা উপায়গুলোর একটি।

এতদিন প্রতিদিনের ব্যস্ত সময়সূচিতে এতটাই জড়িয়ে পড়েছেন যে সম্পর্কে মধ্যে বিস্ময়ের কথাই ভুলে গিয়েছেন। তাই এই হঠাৎ চমকের পরিকল্পনায় সম্পর্কের শুরুর সময়ের রোমাঞ্চকর দিনগুলিকে আবারও ফিরে পেতে পারেন নতুন করে।

প্রযুক্তি থেকে দূরে থাকুন

হাতে মোবাইল ফোন নয় বরং প্রিয়জনের হাতটি রাখুন। এতোটুকু স্পর্শই ভরসা বাড়িয়ে দিতে পারে হাজারগুণ। তাই টিভি কিংবা ল্যাপটপে চোখ না রেখে প্রিয়জনের দিকে তাকিয়ে থাকুন। গল্প করুন আর পুরনো দিনের স্মৃতিগুলো ভাবুন। সোশ্যাল মিডিয়ায় অন্যদের দাম্পত্য জীবন দেখে হাহাকার না করে ঘরবন্দি সময়গুলো কাজে লাগান নিজেদের সম্পর্কও আকর্ষণীয় করে তুলুন।

অভিযোগ গুরুত্ব দিয়ে শুনুন

অভিযোগের পরিবর্তে মনোযোগী হন দাম্পত্য কলহ থাকবেই। অভিযোগের পাল্লা ভারী হবে। কিন্তু কলহেই বাড়ে কলহ। যখনই কোন অভিযোগ আসবে প্রিয়জনের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। যদি বোঝাতে সক্ষম না হন তাহলে পরিস্থিতি অনুযায়ী মেনে নিন। পরে কোন সুন্দর মুহূর্তে পুরো ব্যাপারটি বুঝিয়ে ব্যাখ্যা করুন।

একসঙ্গে ঘরের কাজ করুন

প্রতিদিনের কাজগুলো ভাগাভাগি করে নিন। এমন পরিকল্পিতভাবে ঘরের কাজে একে অপরকে সহযোগিতা করলে একটি শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়। আর এখনকার এই অফুরন্ত সময়কে কাজে লাগিয়ে সেই চর্চাটা একবার শুরু করতে পারলে বাকি জীবন খুব চমৎকার যাবে নিঃসন্দেহে।

রোমান্টিক থাকুন

সম্পর্কের শুরুতে ঠিক যেমন রোমান্টিক ছিলেন সময়ের ভারে যেন নুয়ে না পড়ে। সাজ পোশাকেও নিজেকে উপস্থাপিত করুন রোমান্টিকভাবে। প্রতিদিনের কথাগুলোতেও যেন রোমান্স থাকে। অনুভূতিগুলো প্রেমময় করে তুলুন। ভরপুর রোমান্সে মাতুন।

পাঠকের মতামত

Comments are closed.