262976

আজ ফিরবেন ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে শনিবার ২৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। স্বাস্থ্য পরীক্ষায় এদের কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত না হওয়ায় এ ছাড়পত্র দেয়া হয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ওইদিন বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়বেন তারা। এই ২৩ জন বাংলাদেশির মধ্যে বেশিরভাগই ছাত্র-ছাত্রী এবং শিশুও রয়েছে।

২৩ সদস্যের ওই দলে থাকা এক শিক্ষার্থী ইউএনবিকে জানিয়েছেন, শুক্রবার আমরা স্বাস্থ্য ছাড়পত্র পাব এবং শনিবার ঢাকায় ফিরতে পারব বলে আশা করছি।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান থেকে তাদের সরিয়ে নেয়া হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ১১৯টি দেশের কমপক্ষে ১ লাখ ৩৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত দু’সপ্তাহে চীনের বাইরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ১৩ গুণ এবং তিন গুণ বেড়েছে ক্ষতিগ্রস্ত দেশের সংখ্যা।

সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.