261935

দর্শক চোখে পানি ঝরালেন এন্ড্রু কিশোর

ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দেশ বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। কিডনি ও হরমোনজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসা নিতে গত বছর ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান কিংবদন্তি এই সংগীতশিল্পী। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে তার ক্যানসারের চিকিৎসা চলছে।

এদিকে, এন্ড্রু কিশোরের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য গতকাল রোববার জমকালো এক কনসার্টের আয়োজন করা হয়। ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামে কনসার্টে সংগীত পরিবেশন করেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস। সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে আয়োজিত এই কনসার্টের মঞ্চে ওঠেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরও। হাতে তুলে নেন মাইক্রোফোন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়ে কণ্ঠে তোলেন গানের কথা। তার সঙ্গে কণ্ঠ মেলাতে গিয়ে উপস্থিত অনেক দর্শকই কেঁদেছেন।

জানা যায়, চিকিৎসকদের অনুমতি নিয়ে কনসার্টে উপস্থিত হয়েছিলেন এন্ড্রু কিশোর। এ সময় তার পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি ও কালো হ্যাট। সূত্র : আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.