261960

গাঁজা বৈধতা পাওয়ার প্রথম দিনেই আয় ২৫০ কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যে প্রাপ্ত বয়স্কদের জন্য বৈধ করা হয়েছে গাঁজা। আর গত ২৮ জানুয়ারি গাঁজা বৈধতা দেয়ার পরই সেখানে একদিনে বিক্রি হয়েছে প্রায় ৩.২ মিলিয়ন ডলার বা ২৫৬ কোটি ৭০ লাখ টাকার গাঁজা।যা একদিনে গাঁজা বিক্রির আয়ের সকল রেকর্ডকে ছাড়িয়েছে।

এর আগে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে বৈধ করার পর প্রথম দিনে ১ মিলিয়ন ডলার গাঁজা বিক্রি করা হয়েছিল।

জানা গেছে, গাঁজা বৈধতা পাওয়ার প্রথম দিনেই ইলিনয়েসের দোকানগুলোতে দীর্ঘ সাড়ি দেখা যায় এবং প্রায় ৭৭ হাজার বার লেনদেন করা হয়েছে। তবে এই আয় থেকে সরকার কি পরিমাণ রাজস্ব আদায় করেছে সেটি এখনো জানা যায়নি। ইলিনয়েস রাজ্য কর্তৃপক্ষ গাঁজা থেকে ১০ থেকে ২৫ শতাংশ হারে রাজস্ব আদায় করতে পারে ।

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস ১১তম রাজ্য হিসেবে প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা বিক্রির বৈধতা পেল। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এখনো গাঁজাকে অবৈধ বলে মনে করে। ১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো চিকিৎসা বা ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা ব্যবহার বৈধ করা হয়েছিল। হাফ পোস্ট। সূত্র : ইত্তেফাক

পাঠকের মতামত

Comments are closed.