261211

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৮তম আসরের পর্দা নামবে আজ, প্রদর্শিত হবে একাধিক সিনেমা

ডেস্ক রিপোর্ট : ৯ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিনের মতো আজো বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হবে একাধিক সিনেমা। এরমধ্যে রয়েছে ‘শাহজাহান রেজেন্সি’, ‘থ্রো অ্যা ব্ল্যাক গ্লাস’, ‘ফতোয়া’, ‘ওয়ার্ল্ড ট্যাক্সি’সহ আরো কয়েকটি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। জাতীয় জাদুঘরের মূল অডিটোরিয়ামে বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের ইতি টানা হবে।

এবারের এই উৎসবে অংশ হিসেবে ‘ষষ্ঠ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ আয়োজন করা হয়। সেখানে যোগ দেন মার্কিন চলচ্চিত্র উৎসবের কিউরেটর, লেখক ও ব্লগার সিডনি লেভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতিয়ারা নাসরীন, অস্ট্রেলিয়ান অভিনেতা ও নির্মাতা রোবেন হিউগেন, পোলিস নির্মাতা জোয়ানা ক্রিস-ক্রাউজে প্রমুখ।

ঢাকার ৭টি ভেন্যুতে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত উৎসবে প্রদর্শিত হয় ৭৪টি দেশের মোট ২২০টি চলচ্চিত্র। এরমধ্যে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্রগুলো দেখানো হয়।

বিভিন্ন দেশ থেকে ৯৫ জন প্রতিনিধি অংশ নেন এবারের উৎসবে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—প্রতিপাদ্যে চলে এবারের উৎসব।

এবার উৎসবের ৭০ মিনিটের বেশি চলচ্চিত্রের সংখ্যা ছিল ১১৭টি এবং স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১০৩টি। বাংলাদেশের চলচ্চিত্র ছিল ২৬টি, যার মধ্যে ১৮টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ৮টি পূর্ণদৈর্ঘ্য। জাতীয় জাদুঘরের মূল অডিটোরিয়াম ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে এবারের উত্সবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়।

এবারের বাংলাদেশ প্যানোরমা বিভাগে দেখানো হয়েছে এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’, আশরাফ শিশিরের ‘আমরা একটি সিনেমা বানাবো’, অরুণ চৌধুরীর ‘মায়াবতী’, প্রদীপ ঘোষের ‘শাটল ট্রেন’, ফরিদ আহমেদের ‘টিউনস অব নস্টালজিয়া’, মাসুদ পথিকের ‘মায়া’, প্রসূন রহমানের ‘নিগ্রহকাল’ ও তানিম রহমানের ‘ন ডরাই’।

উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনে সংশ্লিষ্ট রেইনবো চলচ্চিত্র সংসদ। আন্দোলনের অংশ হিসেবে ১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হচ্ছে। সূত্র : ইত্তেফাক

পাঠকের মতামত

Comments are closed.