260886

হ্যারি-মেগান প্রাসাদ ছাড়ছেন

ডেস্ক রিপোর্ট : হঠাৎ করে ব্রিটিশ রাজপরিবার সরগরম হয়ে উঠছে। আর এর নেপথ্যে রয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। কারণ তারা নাকি রাজপরিবার ছাড়তে চাইছেন। আবার এই সিদ্ধান্ত রানিকে না জানিয়েই নেওয়া হয়েছে বলে বাকিংহাম প্যালেসে আলোচনা উঠেছে।

বিবিসির খবরে বলা হয়, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ‘সিনিয়র রয়্যাল’ উপাধি নিতে চাচ্ছেন না। তারা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান। আর সে জন্য রাজপরিবার ছাড়তে চান। এদিকে প্রিন্স হ্যারি ও মেগানের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন রানি।

এক বিবৃতিতে প্রিন্স হ্যারি এবং মেগান জানান, তারা যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকার মধ্যে তাদের সময় কাটাতে পরিকল্পনা করছেন।

বিবৃতিতে তারা বলেন, আমরা রয়্যাল ফ্যামিলির সিনিয়র সদস্য হিসেবে পদত্যাগ করতে চাই। আমরা আর্থিকভাবে স্বতন্ত্র হওয়ার জন্য কাজ করার পরিকল্পনা নিয়েছি। তবে মহামান্য রানিকে সমর্থন অব্যাহত রাখতে চাই।

বুধবার প্রিন্স হ্যারি ও মেগানের দেওয়া রাজপরিবারের জন্য অপ্রত্যাশিত এই বিবৃতি সর্ম্পকে তারা বলেন, আমরা পরস্পর অনেক আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছি। এটি অনেক মাসের আলোচনার প্রতিচ্ছবি।

এ ঘটনায় বিবিসি জানতে পেরেছে, ব্রিটিশ রানী বা প্রিন্স উইলিয়ামসহ রাজপরিবারের অন্য কারো পরামর্শ নেননি প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এতে বাকিংহাম প্যালেস হতাশ।

বিবিসির রয়্যাল সংবাদদাতা জনি ডিমন্ড জানিয়েছেন, প্রাসাদ কর্মকর্তারা বলছেন, তারা প্রিন্স হ্যারি ও তার স্ত্রীর সিদ্ধান্তে হতাশ হয়েছেন।

পাঠকের মতামত

Comments are closed.