260521

ধান কিনতে চলছে ৪১৬ কৃষকের নির্বাচন

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সরকারিভাবে আমন ধান সংগ্রহ করতে লটারির মাধ্যমে ৪১৬ জন কৃষক বাছাই করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে লটারির মাধ্যমে উপজেলায় ৪১৬ জন কৃষক নির্বাচন করা হয়। লটারি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীম আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ২৬ টাকা প্রতি কেজি দরে ৪১৬ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে।

পাঠকের মতামত

Comments are closed.