260546

আগের যুগের রাজা-রানীরা বছরে একবার গোসল করতেন কেন?

ডেস্ক রিপোর্ট : সুস্বাস্থ্যের জন্য গোসল করা খুবই জরুরি। নইলে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার আশংকা বেড়ে যায়। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হলেও গোসল করা প্রয়োজন।
জানলে অবাক হবেন, আগের যুগের রাজা-রানীরা কখনোই গোসল করতেন না। কারণ সেকালে খ্রিস্টান ধর্মে গোসল করা ছিল মহাপাপ। ধর্মগরু সেন্ট পল এই বলে নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে- যেকোনো ধরনের সৌন্দর্যচর্চা ও শরীরমার্জনা খ্রিস্টধর্মের বিরোধী। স্নান করা শরীরমার্জনার সমতুল্য তাই স্নান করাও চলবে না।

সেন্ট পলের এই আদেশ মেনে চলত সমগ্র খ্রিস্টসমাজ, এমনকি বিলাসী রাজা ও রানীরা পর্যন্ত। ফরাসি সম্রাট চতুর্দশ লুই বছরে মাত্র একদিন গোসল করতো এবং কোনোদিন হাতমুখ পর্যন্ত ধৌত করতেন না। এতে শরীরে দুর্গন্ধ হত। আর সেই দুর্গন্ধ ঢেকে রাখার জন্য ব্যবহার করতেন সুগন্ধি।

ধর্মের ভয়ে রানী প্রথম এলিজাবেথও গোসল করতেন না এবং শরীরের দুর্গন্ধ এড়ানোর জন্য সুগন্ধি ব্যবহার করতেন ।

সম্রাট শার্লিম্যানও সারা বছরে একবার মাত্র গোসল করতেন। তিনি সারা বছরে একদিন ল্যাচিনের ঝর্নায় গিয়ে গোসল করে আসতেন।

সময়ের সঙ্গে সঙ্গে এই কুসংস্কারেরও সমাপ্তি হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় গোসল খুবই জরুরি। তাই গোসল করুন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.