260026

খালেদা জিয়ার বর্তমান রিপোর্ট অনেক ভালো, বললেন বিচারপতি

ডেস্ক রিপোর্ট : দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া রিপোর্ট ভালো বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, আগের রিপোর্ট এর চেয়ে বর্তমান রিপোর্ট অনেক ভালো আছে।

এরপরে খালেদা জিয়ার ‍আইনজীবী জয়নুল আবেদীন যুক্তি উপস্থাপনে বলেন ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না। তাকে উন্নত চিকিৎসা দরকার। তিনি এখন হাঁটাচলা করতে পারেন না।

খালেদা জিয়া যে পূর্ণ সুস্থ রয়েছেন এমন কোথাও আজকের রিপোর্টে নেই ।

জয়নুল আবেদীন বলেন ,খালেদা জিয়া সুস্থ অবস্থায় হেঁটে কারাগারে গিয়েছেন। এখন তিনি হাঁটাচলা করতে পারেন না ।

জয়নুল আবেদীন আরো বলেন, খালেদা জিয়া এখন পঙ্গুত্বের দিকে চলে যাচ্ছে।

প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে জয়নুল আবেদীন বলেন, উপরে আল্লাহর পর আমরা বারবার আপনাদের কাছে আসি মাইলড।

এমন তো নয় খালেদা জিয়াকে বেইল দিলে তিনি পালিয়ে যাবেন। বরং রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ব্যাপারে নজর দেয়া এবং বর্তমানে খালেদা জিয়া দিন দিন ক্রিপল হয়ে যাচ্ছেন।

খালেদা জিয়ার নতুন মেডিকেল রিপোর্টেও উল্লেখ আছে তিনি, ডায়াবেটিস, অ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছেন এজন্য তাকে উন্নত চিকিৎসাও দেয়া যাচ্ছে না। রিপোর্টে আছে সে দিনদিন পঙ্গুর দিকে যাচ্ছে।

জয়নুল আবেদীন, মাই লর্ড বেগম জিয়াকে জামিন দেয়া কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আর অ্যাটর্নি জেনারেলের কিন্তু আমাদের পক্ষে কথা বলা উচিত কারণ সে কিন্তু রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল সরকারের না। কিন্তু সে করে উল্টোটা। সূত্র : আমার সংবাদ

পাঠকের মতামত

Comments are closed.