258443

ওজন দিয়ে একটি পেঁয়াজের দাম এলো ৬৪ টাকা

ডেস্ক রিপোর্ট : প্রতিদিনই দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। ইতিমধ্যেই দেশি পেঁয়াজের দাম ২০০ ছাড়িয়েছে। তবে বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০-১৯০ টাকায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বড় সাইজের একটি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৪ টাকায়। আর সেই পেঁয়াজ কিনেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের এক নেতা।

ওই ছাত্রলীগ নেতার নাম জুনায়েদ আহমেদ পলক। তিনি চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

জুনায়েদ আহমেদ পলক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চুনারুঘাট বাজার থেকে ১৭০ টাকা কেজি দরে ৩৭৫ গ্রাম ওজনের ভারতীয় বড় জাতের একটি পেঁয়াজ কেনেন। পেঁয়াজটির দাম হয় ৬৫ টাকা।

জানা গেছে, চুনারুঘাট উপজেলার গ্রামাঞ্চলের অধিকাংশ দোকানে এখন পেঁয়াজ নেই। মাত্র তিনদিনের ব্যবধানে ১৪০ টাকার পেঁয়াজ বাড়তে বাড়তে এখন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন দোকানে বড় পেঁয়াজ চারটি, ছয়টি করেও বিক্রি হয়েছে।

তবে শুক্রবার পৌর শহরের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও বিকেলে খোঁজ নিয়ে দেখা জানা যায়, পেঁয়াজের চরম সংকট সৃষ্টি হয়েছে। গ্রামের বাজারে এখন পেঁয়াজ পাওয়াই যাচ্ছে না।

এদিকে দাম বেশি হওয়ায় কেউ পেঁয়াজ আনছেন না। দাম সহনশীল না হলে কোনো পাইকাররাই পেঁয়াজের বড় কোনো চালান আনবেন না বলে জানিয়েছে আড়তদাররা।

পাঠকের মতামত

Comments are closed.