256923

বাবার খু’নিদের ফাঁ’সি চেয়ে অঝোরে কাঁদলো ৫ম শ্রেণিতে পড়ুয়া ছেলে

টাঙ্গাইলে ব্যবসায়ী মো. ছানোয়ার হোসেনের হ’ত্যাকারীদের গ্রেফতার ও ফাঁ’সির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে শহরের ভিক্টোরিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে ভিক্টোরিয়া রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নিহত ছানোয়ার হোসেনের স্ত্রী মলি খান, ৫ম শ্রেণীতে পড়ুয়া ছেলে মুশফিকুর রহমান কথোন, ভাই মো. সরোয়ার ইসলাম, ভিক্টোরিয়া ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব হাসান প্রমুখ।

৫ম শ্রেণিতে পড়ুয়া ছেলে মুশফিকুর রহমান কথোন বলেন, আমি যখন স্কুলে যাই তখন দেখতে পাই সবার বাবা তাদের নিতে আসে। আমার তখন খুব কষ্ট লাগে, আমার বাবা বেঁচে থাকলে আমাকেও নিতে আসতো। আমার বাবাকে সন্ত্রাসীরা মে’রে ফেলেছে তাদের আমি ফাঁ’সি চাই। কথাগুলো বলতেই কান্নায় ভেঙে পড়ে কথোন। এ সময় সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে। আবেগাপ্লুত হয়ে পড়েন পাশে থাকা অন্যরাও।

নিহত ছানোয়ার হোসেনের স্ত্রী মলি খান বলেন, ১ বছর আগে আমার স্বামীকে সন্ত্রাসীরা মে’রে ফেলেছে। দুটি সন্তান নিয়ে খুব কষ্ট করে জীবন যাপন করছি। আমার স্বামীর টাকাই পুরো সংসার চলতো। আমার দুটি সন্তান। একটির বয়স এক বছর অপরটি ৫ম শ্রেণীতে পড়ে। দুই সন্তানদের নিয়ে সংসার চালাতে আমার খুব কষ্ট হয়। হ’ত্যাকারীরা আমাদের সামনে দিয়ে যখন চলাচল করে তখন আমাদের খুব কষ্ট লাগে। আমার স্বামী হ’ত্যার বিচার চাই।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নগরজলফৈ এলাকায় ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে ছানোয়ার হোসেনকে কু’পিয়ে হ’ত্যা করে সন্ত্রাসীরা। পরদিন নিহতের পিতা নুরুল ইসলাম বাদি হয়ে ৬ জনকে আসামী করে টাঙ্গাইল মডেল থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযুক্ত আসামী সবুজ, রতন, আখতার, সিজান, মিজান, আতোয়ার, রাশেদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুধু সবুজকে জেল হাজতে প্রেরণ করে বাকিদের জামিন মঞ্জুর করে আদালত।

পাঠকের মতামত

Comments are closed.