256650

১০ কোটি টাকা ক্ষতিপূরণ নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায়, প্রথম আলোর সম্পাদক ও সংশ্লিষ্টদের আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট : ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে বোববার (৩ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ নোটিশটি পাঠান।

দৈনিক প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক, কিশোর আলোর সম্পাদক, তথ্য মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। তবে ক্ষতিপূরণের অর্থ প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদককে দিতে বলা হয়েছে।

নোটিশে ক্ষতিপূরণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদককে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে গতকাল নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী ও অভিভাবকরা। বিচারের দাবিতে বিক্ষোভ করতে করতে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে, ‘আমার ভাই মারা গেল, কিশোর আলো চুপ কেন?’, ‘কিশোর আলো কিশোর আলো, জবাব দাও জবাব দাও’।

যমুনা টিভি ও বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত

Comments are closed.