255570

৯০ দিনের হোস্ট ভিসা দেবে সৌদি আরব

ডেস্ক রিপোর্ট : ‘হোস্ট ভিসা’ নামে নতুন এক ধরনের ভিসা চালু করতে যাচ্ছে সৌদি আরব সরকার। এই ভিসার মাধ্যমে কোনো সৌদি নাগরিক বা প্রবাসীরা নিজেদের খরচে ৯০ দিনের জন্য পরিচিত মানুষজনকে বা জনদের সৌদি আরবে নিয়ে আসতে পারবেন। খুব শিগগিরই চালু হতে যাচ্ছে নতুন এই ভিসার কার্যক্রম। সূত্র: দৈনিক আমাদের সময়

হোস্ট ভিসার বিষয়ে বলা হয়েছে, সৌদি নাগরিক ও প্রবাসীরা সর্বোচ্চ ৩ থেকে ৫ জন নিকটাত্মীয় বা পরিচিতজনকে এই ভিসায় নিয়ে আসতে পারবেন। অতিথিরা হোটেলে বা হোস্টের বাড়িতে থাকতে পারবেন। হোস্ট ভিসায় এসে ওমরাহও করা যাবে।

পাশাপাশি সৌদি আরবের সব ট্যুরিস্ট এক্টিভিটি উপভোগ করা যাবে। প্রতিজনের জন্য হোস্ট ভিসার খরচ পড়বে ৫০০ রিয়াল। ভিসার মেয়াদকাল ১ বছর। এই ভিসায় সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে। ভিসায় মাল্টিপল এন্ট্রি গ্রহণযোগ্য হবে না। একই বছরে নতুন করে ভিসা ইস্যু করে সর্বোচ্চ তিনবার প্রবেশ করা যাবে।

এর আগে সৌদি আরব ৪৯টি দেশের পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.