253374

ঘরোয়া পদ্ধতিতে ত্বকের রোদে পোড়া ভাব দূর করুন

ডেস্ক রিপোর্ট : কাজের প্রয়োজনে বাইরে বের হলে সূর্যমামার চোখরাঙানিতে আপনার ত্বকে বিস্তর সমস্যা দেখা দিতে পারে। আর সেজন্য এটাসেটা ব্যবহার করেন অনেকে। তবে আপনার হাতের কাছের খুব সহজলভ্য উপাদান দিয়েই খুব সহজে দূর করতে পারেন ত্বকের রোদে পোড়া ভাব। জেনে নিন যেভাবে তৈরি করবেন ঘরোয়া অ্যান্টি ট্যান ফেসপ্যাক। জাগো নিউজ

যেভাবে বানাবেন :- পাঁচ চা চামচ চালের গুঁড়া, তিন চা চামচ কাঁচা দুধ আর দুই থেকে তিন চা চামচ মধু। সব উপাদান একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন।

যেভাবে ব্যবহার করবেন: প্যাক লাগানোর আগে মুখ ভালো করে ধুয়ে তোয়ালে দিয়ে চেপে মুছে নিতে হবে। তারপর মুখে আর গলায় সমানভাবে প্যাক লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। ঠান্ডা পানির বদলে হালকা গরম পানিও ব্যবহার করতে পারেন। প্যাক তোলার পর সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার প্রয়োজন নেই।

রোদ্রে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে যা করবেন :-

* রোদে বেরোনোর সময় ওড়না বা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখবেন।

*  কোনো স্কিনকেয়ার প্রডাক্ট বা ফেসপ্যাক লাগানোর পর ত্বকে জ্বালা করলে বা চুলকোলে সেই প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করে দিন।

*  টাটকা ফল, শাকসবজি আর প্রচুর পানি খান।

*  ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মেকআপ তুলবেন।

*  ত্বকের সঙ্গে মানানসই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

পাঠকের মতামত

Comments are closed.